Friday, December 23, 2011

অনুভবে সে–মিফতাহ জামান

একদিন বৃষ্টি ভেজা একলা সাঁঝে,
এ গাংচিল মন আমার ভেসে যায় কোন সুদূরে,
ফেরানো যায়না তাকে দিগন্তের বুক চিড়ে,
সেই আমি নেই যেনো আমারি মাঝে,

হারাই যেন তোমাতে।

জল সিক্ত বাতাসের ঢেউয়ে ঢেউয়ে মেলে পাখা,
শোনাবো এবার আমি আমার মনের গল্পকথা।
ঘোরের খেলা ফুরাবে নাকি আরো দীঘল হবে রাত
এ চোখ মেলে দেখবো কি আমি মেহেদী রাঙানো হাত?

সোঁদা মাটির গন্ধখানি বড়ই আজব নাকি,
কল্পনার এই সময়টুকু সত্যি বড়ই দামি,
রাতের শেষে কাটবে যখন কল্পবীণার সে সূর
আমি যেন জানবো আবার তুমি রয়েছ তখন বহুদূর।

বহুদূর…


No comments:

Post a Comment