Friday, December 23, 2011

অনুভবে সে–মিফতাহ জামান

একদিন বৃষ্টি ভেজা একলা সাঁঝে,
এ গাংচিল মন আমার ভেসে যায় কোন সুদূরে,
ফেরানো যায়না তাকে দিগন্তের বুক চিড়ে,
সেই আমি নেই যেনো আমারি মাঝে,

হারাই যেন তোমাতে।

জল সিক্ত বাতাসের ঢেউয়ে ঢেউয়ে মেলে পাখা,
শোনাবো এবার আমি আমার মনের গল্পকথা।
ঘোরের খেলা ফুরাবে নাকি আরো দীঘল হবে রাত
এ চোখ মেলে দেখবো কি আমি মেহেদী রাঙানো হাত?

সোঁদা মাটির গন্ধখানি বড়ই আজব নাকি,
কল্পনার এই সময়টুকু সত্যি বড়ই দামি,
রাতের শেষে কাটবে যখন কল্পবীণার সে সূর
আমি যেন জানবো আবার তুমি রয়েছ তখন বহুদূর।

বহুদূর…


Wednesday, December 21, 2011

শিহরন–মিফতাহ জামান

সংশয়ে এ মন দোলে, দিন কাটে তোমায় ভেবে,
ভাবি মনে মনে কোন শুভ লগনে দেখবো তোমাকে আবার কখন।
আমার এই দুচোখের তারায়, স্বপ্ন হয়ে তুমি ভাসো,
ডাকছি এইতো আমি, শুনছো নাকি তুমি এইতো আমি ফিরে দেখ।
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।
আমার দু নয়ন জুড়ে সারাটাক্ষণ কেনো যে এখন,
থাকে শুধু তোমার স্বপন, সারাটাক্ষণ ভিরু এ মন করে কেমন।

তুমি আছো মিশে আমাতে, ভাবনাতে, প্রতিবেলায়,
আমি খুজি যে তোমারে, আলো আঁধারে তারার মেলায়।
বল তুমিও কি কখনো খুঁজেছ এ আমাকে,
নিশিরাতে, জোছনাতে তুমিও কি খুজেছিলে আমাকে?
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।

তোমায় নিয়ে স্বপ্নগুলো এলোমেলো আমায় ভাবায়,
তোমার হাসি, চোখের পানি কেনো যে আমায় হাসায়-কাঁদায়!
চল নামি দূরের পথে একসাথে দুজনায়,
ছায়া সাথী হও আমার ভালবাসার পথচলায়।
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।

Sunday, December 18, 2011

প্রাপ্তিশুন্য - মিফতাহ জামান

চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাঁই,
নিটোল জোছনাতে এলাম যে তাই,
এইটুকু যেনো পাই, এইটুকু যেনো পাই।

কালো মেঘের দল এলো অবেলায়,
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়,
মোর শেষ জোছনাটুকু নিলো বিদায়।

আমি হেঁটেছি অনেক দূরের পথে, ভিজবো বলে বরষায়,
ভুল ছিল সে চাওয়া বুঝতে পেরেই, এসেছিলাম কুয়াশায়,
প্রখর রোদের আলোর খেলায় সেই কুয়াশাও করলো নিঃস্ব আমায়।

কালো মেঘের দল এলো অবেলায়,
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়,
মোর শেষ জোছনাটুকু নিলো বিদায়।

হাঁ এভাবেই হয়ে গেল আমার সব ইচ্ছেগুলোর অপচয়,
কে জানে কী কারণ ছিল পেছনে, দিয়ে গেল পরাজয়,
কেন যে শুধু আমার বেলায়, সব কিছু ক্ষয়ে ক্ষয়ে যায়  যেদিকে আমি দুহাত বাড়াই,
যেদিকে আমি দুহাত বাড়াই।

কালো মেঘের দল এলো অবেলায়,
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়,
মোর শেষ জোছনাটুকু নিলো বিদায়।