Wednesday, November 14, 2012

অতঃপর - মিফতাহ্ জামান

যদি শেষ দেখায় এই হাত ধরে
ওই চোখ জলে ভরে
যদি বাঁচতে ইচ্ছে হয় আরো কিছুক্ষন
তবে রেখ না অভিমান মনে অকারন
মমতা যদি বা গড়ে ওঠে
যদি চেনা টানে মন ছোটে
তবে দাও গেঁথে এ বেলায় অদেখা বাধন
ছুঁয়ে যাওয়ার ই অনুরোধে করো না বারন

এনেছি তোমার অনেক শখের সেই মিষ্টি উপহার
আঙুলের ছোট ছোট আদরে নাওনা শেষবার
কাজলের দীঘি ছুঁয়েই বুঝি এত মায়ার কারন
বুঝলনা শুধু এই অবাক ভুবন
বুঝলোনা শুধু এই অবাক ভুবন
দুটি হৃদয়ের সেই কখোপকথন

এ রাতের আকাশে নেই কথাও আজ কথা সান্ত্বনার
আগামী ভোরে এ আমাকে দেখবেনা তুমি আর
তবু কপালের এ কালো টিপ দেখবে চেয়ে যখন
ভেবো যত দূরে থাকি করব স্মরণ
ভালোবাসা রয়ে যাবে আগের মতন