Monday, January 9, 2012

অবেলায়-মিফতাহ জামান

তুমি এসেছিলে আমারই কাছে ভালবাসবে বলে,
বুঝতে পারিনি আমি,
বুঝতে দাওনি তুমি,
নিরবে চেয়েছিলে আমার চোখের পানে…
বুঝিনি আমি।

যখন তুমি গান গেয়ে ছিলে আপন করে মোরে ডেকেছিলে,
আমি তখন কোন নেশার টানে,
তোমায় ফেলে অনেক দূরে,
তুমি শুধু হেসেছিলে সব ব্যাথা আড়াল করে…
বুঝিনি আমি।

এখন আমি একা বসে,
আমায় রেখে তুমি গেছো চলে,
কোথায় আজ হারালে তুমি,
আগে তোমায় কেনো বুঝিনি আমি…

বুঝিনি আমি, বুঝিনি আমি…

Friday, January 6, 2012

পরবাসি-দৌড়

আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,

মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়,

জলে আগুন পরবাসি বুকের ভিটায়,

চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়।

 

ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,

তবু কেন তোমার তরে লাগে যে মায়া।

 

মনে ভাসে সারা লগন তোমারই ছবি,

তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই।

 

জলে আগুন পরবাসি বুকের ভিটায়,

চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়,

আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,

দেখতে ইচ্ছা হয়।

Wednesday, January 4, 2012

আবার প্রেম-পলাশ

কিযে ভাল লাগা কিযে বিস্ময়, প্রতিদিন নতুন মনে হয়!

কিযে মায়া কিযে বাঁধন, অযথা হেসে ওঠে মন!

পিছু তো ছাড়ে না আহারে ভালবাসা

আমি পথ ভুলেছি আবার প্রেমে পড়েছি।

 

কিযে ভাল লাগা কিযে বিস্ময়, প্রতিদিন নতুন মনে হয়!

কিযে মায়া কিযে বাঁধন, অযথা হেসে ওঠে মন!

 

একই সেই ঘোরে আমি মনে মনে জলে নামি,

একই সেই ভুলে আমি যেতে যেতে একা থামি,

ডুব-সাঁতেরের খেলায় মেতেছি, দূর-পাহাড়ের ছায়ায় এসেছি।

পিছু তো ছাড়ে না আহারে ভালবাসা

আমি পথ ভুলেছি আবার প্রেমে পড়েছি।

 

কিযে ভাল লাগা কিযে বিস্ময়, প্রতিদিন নতুন মনে হয়!

কিযে মায়া কিযে বাঁধন, অযথা হেসে ওঠে মন!

পিছু তো ছাড়ে না আহারে ভালবাসা

আমি পথ ভুলেছি আবার প্রেমে পড়েছি।

Tuesday, January 3, 2012

স্বপ্নের আড়ালে-কারিগর

হাতে রেখে হাত চল হেঁটে যাই শুধু দু’জনায়,

কে কী দেখলো, কী বললো তাতে আমাদের কী আসে যায়?

আমরা হারাবো দু’জন দু’জনায়,

ডেকে যাব আমি তোমায়, শুধু ইশারায়।

 

স্বপ্ন বুঝি এত লোভী হয় জানিনা জানিনা,

কল্পনাতেও এত রঙ হয় জানিনা জানিনা!

স্বপ্ন বুঝি এত লোভী হয়,

কল্পনাতেও এত রঙ হয়!

সাহসী হৃদয় তবুও স্বপ্ন দেখতে আজো এত ভয়।

 

আমি ভুলে গেছি পথ স্বপ্ন দেখার ফাঁকতালে ,

হারিয়েছি সব আমার তোমার ছায়ার আড়ালে,

তাই স্বপ্ন দেখতে ভয়, মিথ্যে যদি হয়,

জানিনা কেন স্বপ্নগুলো এত লোভী হয়!

 

আমরা হারাবো দু’জন দু’জনায়,

ডেকে যাব আমি তোমায়, শুধু ইশারায়।

অবশেষে-মিফতাহ জামান

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়,
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

ব্যাথা ভরা এ মনে লাল গালিচায়
ঝরবে সুখের ফুল তোমারই পুজায়,
ভাঙবে তুমি ভুলের কপাল ভালবাসার মায়ায়।

কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারেবার,
আনবে তুমি রঙের দিশা স্বপ্ন গড়া ধরায়।

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়,
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখেছে তোমাকে আমার দু’নয়ন,
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন,
রাঙ্গালে তুমি ধূসর ভূবন ভালবাসার ছোঁয়ায়।