Saturday, April 28, 2012

অদ্বিতীয়া–মিফতাহ জামান

এখানে অনেক আলো যদিও সে আলোতে তোমায় দেখি না,
এক আকাশেরই নিযুত তারা
এ আলোয় তোমায় টানে না।
আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

কত চেয়েছি কতভাবে ডেকেছি মিনতি ভরা চোখেরই ভাষায়,
কিছু খুঁজিনি শুধু তোমাকে ভেবে
আমি আসক্ত তোমার নেশায়।
আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

তোমার সাথে আমারই বসবাস বন্দী শুধু গানেরই খাতায়,
যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে
তুমি ঘুমন্ত পাতায় পাতায়।
আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

No comments:

Post a Comment